বারাবনী: কুলটির কুলতোড়া জিটি রোডের পাসে গাছ কাটার অভিযোগ, ঘটনাস্থলে বনদপ্তরে অধিকারীক
কুলটির কুলতোড়া জিটি রোডের পাসে গাছ কাটার অভিযোগ, ঘটনাস্থলে বনদপ্তরে অধিকারীক আসানসোলের কুলটি বিধানসভার কুলতোড়া মোড় সংলগ্ন জিটি পাশে নিয়ামতপুর মৌজার দাগ ৩১৭/৩১৮-এ জমি পরিষ্কারের সময় একাধিক বড় গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এই অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার দুপুর ১২:৩০টায় বনদফতরের আসানসোল রেঞ্জ (হদলা বিট) আধিকারিক শ্রাবন্তী ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গাছ কাটার কোনো অনুমতি ছিল না। জমির মালিকদের খোঁজ চলছে;। বিষয়টি তদন্তাধীন।