ব্যারাকপুর ২: টিটাগড় শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভার নেত্রী পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়কে সরানো হলো BLO পদ থেকে
ব্যারাকপুর বিধানসভার টিটাগড় পৌরসভা এলাকার অন্তর্গত ১৬৭ নম্বর বুথের বিএলও পদে ছিলেন টিটাগড় পৌরসভার আশা কর্মী পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় তিনি শদ্দ টিটাগড় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পদ পেয়েছেন এর পরই তার বি এল ও হওয়া নিয়ে আপত্তি জানানো হয় বিজেপির পক্ষ থেকে সেই মতো বিজেপির পক্ষ থেকে চিঠিও করা হয় সংশ্লিষ্ট দপ্তরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়ারা জানান কিভাবে একটি রাজনৈতিক পদে থেকে blo হতে পারেন প