কাটোয়া ১: "চাকরির দরকার নেই, আমায় মেরে ফেলুন, খুন করে ফেলুন"- কাটোয়ায় প্রশিক্ষণে এসে অঝোরে কেঁদে ফেললেন BLO
প্রশিক্ষণে এসে অঝোরে কান্নায় ভেঙে পড়লেন দেবাশিস দাস নামে ৭৯ নম্বর বুথের BLO, কাজ থেকে অব্যাহতি না পেয়ে প্রকাশ্যে মৃত্যু কামনা করলেন বি এল ও দেবাশিস দাস। শারীরিক অসুস্থতার মধ্যে ভোটারদের এস আই আর ফর্ম বিলি করার পর বৃহস্পতিবার দুপুরে বিশেষ প্রশিক্ষণনের সময় বি এল ও অ্যাপে ভোটারদের তথ্য আপলোড করার জন্য বলা হয়। ভোটারদের তথ্য আপলোডের কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন দেবাশিস বাবু। দেবাশিস বাবু বলেন আমি পারব না।আমাকে মেরে দেন।