আমতা ১: হাওড়া জেলা গ্রামীণ বিজেপির পক্ষ থেকে আমতা থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি.
Amta 1, Howrah | Oct 24, 2025 হাওড়া জেলা গ্রামীণ বিজেপির পক্ষ থেকে আমতা থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি. গত কালীপুজোর রাতে আমতা থানা অন্তর্গত কিছু এলাকায় সনাতনী হিন্দুদের উপর পুলিশের লাঠিচার্যের প্রতিবাদে হাওড়া জেলা গ্রামীন বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি করা হলো শুক্রবার আনুমানিক তিনটে ৪৫ নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ বিজেপি সভাপতি দেবাশিষ সামন্ত সহ জেলা গ্রামীণ বিজেপির কর্মী সমর্থকরা