ভগবানগোলা ১: রাস্তাঘাট সংস্কার ও দুর্নীতি রুখতে ডেপুটেশন, তিন সংগঠনের উদ্যোগে আন্দোলন তীব্রতর
প্রতিবেদন
আজ বিকেল চারটা নাগাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর সংগঠন এবং CITU-র পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনগুলির অভিযোগ, গত কয়েক মাসের টানা বৃষ্টির ফলে রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়েছে। সাধারণ মানুষ এবং কৃষিজীবীরা ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই দ্রুত রাস্তাঘাট সংস্কারের দাবি জানানো হয়। ডেপুটেশনে আরও অভিযোগ তোলা হয় যে সারা ব্লক জুড়ে স্যারের কালোবাজারি চলছে। পাশাপাশি BL&LRO অফিস দুর্নীতি