জামুরিয়া: জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া ৫ নম্বর ওয়ার্ডে তিনটি পথ কুকুরের উপর কেউ বা কারা আ্যসিড হামলা করে
সোমবার রাত্রিতে জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া ৫ নম্বর ওয়ার্ডে তিনটি পথ কুকুরের উপর কেউ বা কারা আ্যসিড হামলা করে। ঘটনার পর মঙ্গলবার সকাল ১১ টায় বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। যন্ত্রণা নিয়ে রাস্তার পাশেই শুয়ে থাকে কুকুরগুলি। সেই করুন ছবি স্থানীয়দের সামনে আসতেই তারা খবর দেয় আসানসোলের আয়ুদার নামক এক এনজিওকে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ওই এনজিওর সদস্যরা পৌঁছে অ্যাসিড হামলায় আহত তিনটি পথ কুকুরকে রেসকিউ করে নিয়ে যায়।