রানাঘাট ২: হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে বিশ্বকর্মা পুজোর আগে মূর্তি বিক্রি তলানিতে,মাথায় হাত রানাঘাটের মূর্তি বিক্রেতাদের
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। কিন্তু তার আগেই হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে পুজোর আগে মাথায় হাত বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি বিক্রেতাদের। প্রসঙ্গত একটা সময় রানাঘাটে বড় বিশ্বকর্মা পুজোর চল থাকলেও একে একে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বড় পুজো আজ অতীত। তার জায়গায় ছোট পুজো করেই বিশ্বকর্মার আরাধনায় মাতেন ব্যবসায়ীরা। আর সেই ছোট পুজোর মূর্তি যোগান দিতে প্রত্যেক বছর রানাঘাট স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় বিশ্বকর্মা ঠাকুরের মূর্তির পসরা সাজিয়ে বসেন মৃৎশিল্পীরা।