ব্যারাকপুর ২: ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প সংস্থা বিশ্বকর্মা পূজোয় পরিদর্শন করলেন বিধায়ক সোমনাথ শ্যাম
বিশ্বকর্মা পুজনি ব্যারাকপুর মহকুমা বিভিন্ন শিল্প সংস্থা পরিদর্শন করলেন দমদম ব্যারাকপুর সংগঠনিক জেলা INTTUC সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম । তার সাথে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপিতা তথা টিটাগড় শহর INTTUC সভাপতি বিষ্ণু সিং, খড়দহ ব্লক INTTUC ইনচার্জ পিন্টু বিশ্বাস ও অন্যান্য নেতৃত্ব। এই দিন বিভিন্ন সংস্থার কর্মী শ্রমিকদের সঙ্গেও কথা বলেন সোমনাথ শ্যাম।