হাড়োয়া: কলুপুকুর,আন্দুলিয়া এলাকায় রাতেও সহায়তা শিবির থেকে SIR -এর ফর্ম ফিলাপ তৃণমূল কর্মীদের
রাতের বেলাতেও এস আই আর সংক্রান্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হাড়োয়া ব্লকের আন্দুলিয়া ও কলুপুকুর এলাকায় রাতেও এলাকার মানুষের সহযোগিতা করতে এস আই আর -এর ফর্ম ফিলাপ করে চলেছেন তৃণমূলের কর্মীরা।শালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন বুথে খোলা হয়েছে এস আই আর সহায়তা শিবির। দৃশটি সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কলুপুকুর এলাকায় সহায়তা শিবিরের।