লালগোলা: এক রাতের বৃষ্টিতে চাষের মাঠ ডুবে বিপাকে কৃষক, লালগোলায় ব্যাপক ফসল ক্ষতি দুপুর তিনটে ত্রিশ নাগাদ সেই ছবি ধরা পড়ে
লালগোলা, শনিবার (১লা নভেম্বর, ২০২৫): গতরাত্রে হওয়া প্রবল বৃষ্টিতে লালগোলা ব্লকের কোদালকাঠি মজা ও লালগোলা মজা এলাকায় চাষযোগ্য জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক ফসলের ক্ষেত। স্থানীয় সূত্রে জানা গেছে, ওইসব এলাকায় চাষিরা কপি, লঙ্কা, বেগুন, ভুট্টা, পেঁপে ও পটলের চাষ করেছিলেন। কিন্তু শুক্রবার রাতের বৃষ্টিতে সেই সমস্ত ক্ষেত জলে তলিয়ে যায়। ফলে একরাতেই ভেস্তে যায় চাষিদের কয়েক মাসের পরিশ্রম।ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক