হলদিয়া: শ্রমকোড বাতিলের দাবিতে হলদিয়া IOCকারখানা গেটে বিক্ষোভ ও প্রতিবাদ সভা CITU কর্মীরা
শ্রমকোড বাতিলের দাবিতে হলদিয়া IOCকারখানা গেটে গেটে বিক্ষোভ ও প্রতিবাদ সভা পক্ষ থেকে CITU পক্ষ থেকে। সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয় এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ চলো দুপুরে একটা পর্যন্ত। উপস্থিত ছিলেন CPIMজেলা সম্পাদক মন্ডলের সদস্য পরিতোষ পট্টনায়ক, অচিন্ত্য শাসমল, লক্ষ্মী সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।