ভাঙড় ২: ভাঙ্গড়ে SIR আতঙ্কে মৃত ব্যক্তির বাড়িতে আর্থিক সহায়তা তুলে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র
আজ অর্থাৎ রবিবার বিকাল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে ভাঙ্গড় বিধানসভায় এসআই আর আতঙ্কে মৃত ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ এলাকার সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পাশাপাশি আগামী দিনে পরিবারের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব এবং বিভিন্ন সমস্যায় পাশে থাকার আশ্বাস দিলেন।