ঝাড়গ্রাম: বাঁকড়ায় পথ দুর্ঘটনায় মৃত হল এক বৃদ্ধের
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বৃদ্ধের। ঘটনাটি, রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রামের সাঁকরাইল থানার অন্তর্গত গুপ্তমনি-সাঁকরাইল রাস্তার উপর বাঁকড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রথিরঞ্জন মাহাতো ( ৬১)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার কড়িয়াশোল গ্রামে।সোমবার দুপুরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।