কৃষ্ণনগর ১: ভাতজাংলা পালপাড়া থেকে মুসলিম পাড়া পর্যন্ত রাস্তার পরিদর্শনে গেলেন ADM ZP
কৃষ্ণনগর এক নম্বর ব্লকের অন্তর্গত ভাতজাংলা পালপাড়া থেকে মুসলিম পাড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তার বেহাল দশা থাকার কারণে সমস্যায় পড়ছেন এলাকাবাসীরা।এবার এই রাস্তার পরিদর্শনে গেলেন বাইকে চেপে ADM জেলা পরিষদ অনুপ কুমার দত্ত।