ময়না: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদের তমলুকে ধিক্কার মিছিল করল DSO,DYO,AIMSS
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণে প্রতিবাদে ও দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে তমলুকের হসপিটাল মোড় থেকে মানিকতলা পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করলো ছাত্র সংগঠন ও মহিলা সংগঠন AIMSS,DSO,DYO |এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা প্রতিমা জানা জেলা সভানেত্রী মঞ্জুশ্রী মাইতি জেলা সভাপতি শুভজিৎ অধিকারী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা |