আমডাঙা: এন আর সি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের আগরপাড়া ফ্ল্যাটে ফরেন্সিক তদন্তকারী আধিকারিকেরা
গত মঙ্গলবার পানিহাটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আগরপাড়া মহাজাতি নগর এলাকার বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর আত্মঘাতী হন তার মৃত্যুর কারণ হিসেবে সুইসাইড নোটে তিনি এনআরসির কথা উল্লেখ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি, শুক্রবার বিকেলে আত্মঘাতিক প্রদীপ করের আগরপাড়ার ফ্ল্যাটে ঘটনার তদন্তের জন্য আসেন ফরেনসিক তদন্তকারী আধিকারিকেরা, তারা প্রদীপ করের ঘরের ভিতরের নমুনা।