মঙ্গলকোট: মঙ্গলকোটের বনকাপাসির রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর হাতে তৈরি বিশাল শোলার দুর্গা প্রতিমা পাড়ি দেবে উত্তরবঙ্গে
মঙ্গলকোটের বনকাপাসি গ্রামে শোলাশিল্পীদের হাতে তৈরি হচ্ছে বিশাল শোলার দুর্গা প্রতিমা৷ আর সেই মূর্তি পাড়ি দেবে উত্তরবঙ্গে৷ আর শোলা দিয়েই তৈরি করা হচ্ছে দেবী দুর্গা, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে। পনেরো ফুট লম্বা এবং বাইশ ফুট চওড়ার ওই বিশাল প্রতিমা এবার রওনা দেবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে। যা ঘিরে বুধবার আনুমানিক বিকাল সাড়ে ৪টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়। জানা গিয়েছে, বনকাপাসির শোলাশিল্পের দেশবিদেশে সুনাম রয়েছে৷