খোয়াই: হাতকাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত এক
Khowai, Khowai | Sep 17, 2025 আজ রাত আটটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত হাত কাটা এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা গিয়েছে বাইক নিয়ে খোয়ার উদ্দেশ্যে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে কয় জেলা হাসপাতালে নিয়ে আসলে একজনকে নিহত বলে ঘোষণা করে অপর ব্যক্তি আহত।