বিনপুর ১: লালগড় ব্লকের বিডিও অফিসে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল
বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের বিডিও অফিসে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আদালতের ফ্যামিলি কোর্টের বিচারক দেবপ্রিয় বসু, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী, লালগড়ের বিডিও অনল সরকার, জেলা আদালতের আইনজীবী তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মিডিয়েটর সুমন সেন, অফিস মাস্টার সুব্রত বারিক, অধিকার মিত্র অনুপম সিংহ ।