কাঁকসা: রাসপূর্ণিমা উপলক্ষ্যে মাধবমাঠে হরিনাম সংকীর্তন ও রাধা কৃষ্ণের পুজোর আয়োজন ও কয়েকশো মানুষের জন্য ভোগের আয়োজন
রাসপূর্ণিমা উপলক্ষ্যে প্রতি বছরের মত এবছরও হরিনাম সংকীর্তনের সাথে রাধা কৃষ্ণের পুজো অনুষ্ঠিত হয় কাঁকসার মাধবমাঠে।পাশাপাশি এদিন কয়েকশো মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় কমিটির পক্ষ থেকে।স্থানীয় নবগ্রহ ক্লাবের পক্ষ থেকে আজ দুপুর ৩টে নাগাদ জানানো হয়।গত ৮বছর ধরে রাস পূর্ণিমা উপলক্ষ্যে এই পুজোর আয়োজন করা হোচ্ছে।তারা জানিয়েছেন,ধর্মীয় রীতি মেনেই গ্রামে রাস পূর্ণিমা উপলক্ষ্যে পুজোর আয়োজন করছেন।এবছর সেই পুজো ৮ বছরে পদার্পন করেছে।