ময়না: পূর্ব দোবান্দী পাটনা গ্রামে গ্যাস সিলিন্ডারের ভালভ ও পাইপ ফেটে আতঙ্ক এলাকায়, পুড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ পরিবারের
নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে এসে রান্না পর ভাল্ব লাগানোর কিছু সময় পরে গ্যাসের চাপে ভালভ টি উড়ে যায় এবং পাইপ ফেটে যায়। এর ফলে পুরো ঘর ধোঁয়ায় ঢেকে যায়। পরিবার আতঙ্কিত হয়ে গ্যাস সিলিন্ডার টিকে পাশের পুকুরের জলে ফেলে দেয়। এলাকার মানুষজন তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না পূর্ব দক্ষিণ ময়না গ্রামের পূর্ব দোবন্দী পাটনা এলাকায় কার্তিক |পুড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করল পরিবার |অজ্ঞতার কারণে এই ঘটনা ঘটেছে বলল ডিস্ট্রিবিউটর |