ঝাড়গ্রাম: এসআইআর কে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে বৈঠক ঝাড়গ্রাম শহর জেলা তৃণমূলের, উপস্থিত মন্ত্রী,সাংসদ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্ব দেন এসআইআর কে সামনে রেখে মানুষের বাড়িতে পৌঁছানো এবং প্রকৃত ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। এসআইআর প্রসঙ্গে বিস্তর আলোচনা হয় বৈঠকে বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা ।