চাঁচল ১: দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লো কনুয়া গ্রাম
দিল্লিতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হলো মালদার চাঁচল ১ ব্লকের কনুয়া গ্রামের পরিযায়ী শ্রমিক সাজিদুর ইসলামের (৫৫)। অভাবের সংসারে তিনিই ছিলেন একমাত্র রোজগেরে সদস্য। সাত মাস আগে জীবিকার সন্ধানে দিল্লি গিয়েছিলেন তিনি। কাজের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ কফিনবন্দী দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও এলাকাবাসী। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি