বহরমপুর: SIR আতঙ্কে মৃত পরিবারের সঙ্গে দেখা করতে বহরমপুরের গান্ধীকলোনীতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দায়ী করলেন নির্বাচনকমিশনকে
এস আই আর আতঙ্কে মৃত পরিবারের সঙ্গে দেখা করতে বহরমপুরের গান্ধী কলোনিতে এলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দিন কয়েক আগেই বহরমপুরে এসআই আর আতঙ্কে মৃত্যু হয় তারক সাহা নামে এক ব্যক্তির। এদিন মন্ত্রী গেলেন তারক সাহার পরিবারের সঙ্গে দেখা করতে মৃত তারক সাহার স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী। এই ঘটনাই দোষারোপ করলেন নির্বাচন কমিশনকে