রতুয়া ১: সাধারণ ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দিতে, SIR নিয়ে বার্তা রাখতে উত্তর সাহাপুর গ্রামে পৌঁছলো BLO, BLA
Ratua 1, Maldah | Nov 11, 2025 নির্বাচন কমিশন ব্লক প্রশাসনের নির্দেশ মত রতুয়ার বাহারানের উত্তর সাহাপুর এলাকার মানুষের কাছে এস আই আর এর ফর্ম পৌঁছে দিতে পদক্ষেপ গ্রহণ করল BLO । বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিয়ে পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে গ্রামের মানুষের কাছে এস আই আর সংক্রান্ত বিভিন্ন বার্তা রাখা এবং ফ্রম তুলে দেওয়া হয়। গ্রামের মানুষ কোনভাবেই যাতে আতঙ্কিত না হয়। সকলেই সুষ্ঠুভাবে ফরম ফিলাপ থেকে শুরু করে যাবতীয় কাজ করতে পারবে সেই সমস্ত বার্তা রাখা হয়।