কুলপি: কালিচরণপুর এলাকার মৃত ব্যক্তির বাড়িতে ঘুরে দেখলেন দুই সাংসদ ও বিধায়ক
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের ঢোলা থানা কালিচরণপুর এলাকায় sir আতঙ্কে হৃদরোগে মারা গেছিল বেশ কয়েকদিন আগে এক ব্যক্তি হোক রবিবার দিন দুপুরে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ বাপি হালদার ও সাংসদ পার্থ ভৌমিক । কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ আর্থিক সহ তাও করেন।