হলদিবাড়ি: কুরিয়ে পাওয়া মানিব্যাগ প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়ে মানবিকতার নজির গরলো হলদিবাড়ি শহরের এক লটারির দোকানের কর্মচারী
কুরিয়ে পাওয়া মানিব্যাগ ফেরত দিয়ে মানবিকতার নজির গরলো এক লটারি দোকানের কর্মচারী। শনিবার দুপুর নাগাদ হলদিবাড়ির ট্রাফিক মোড়ে একটি মানিব্যাগ পরে থাকতে দেখেন হলদিবাড়ি শহরের সুভাষ রায় নামের এক লটারি দোকানের কর্মচারী। মানিব্যাগ খুলতেই দেখতে পারেন সেখানে তিনটি ৫০০ টাকার নোট, দুটি ১০০ টাকার নোট সহ প্যান কার্ড, আধার কার্ডের মতো একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে৷ সেই নথি গুলিতে দেখা যায় মানিব্যাগটি রতন নামের এক যুবকের। তার বাড়ি ২৪ নং সামিলাবস এলাকায়।