ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে ব্যস্ততম রাস্তায় ফোনা তুলে দাঁড়িয়ে বিষধর সাপ, সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি বাস
দুর্গাপুরে ব্যস্ততম রাস্তায় ফোনা তুলে দাঁড়িয়ে বিষধর সাপ! সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি বাস। দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টার এর চার্চ সংলগ্ন মূল রাস্তা, ব্যস্ততম রাস্তায় দেখা গেল ফোনা তুলে দাঁড়িয়ে থাকতে একটি বিষধর সাপকে শনিবার দুপুর সাড়ে তিনটের সময়। ভয়ে রাস্তা পারাপার করতে পারছে না পথ চলতি মানুষেরা। অবশেষে একজন বাস কর্মী নেমে আহত ও রক্তাক্ত সাপটিকে রাস্তা থেকে সরিয়ে পাশের জঙ্গলে ছেড়ে দেয়।