ময়নাগুড়ি: রাস্তার পাশে দাঁড়িয়ে করা যাবে না শৌচ-কর্ম, ফেলা যাবে না বর্জ্য পদার্থ, নতুন বাজার ঘুরে একথায় বললেন কাউন্সিলার
রাস্তায় আর বর্জ্য ফেলা যাবে না। পাশাপাশি রাস্তার পাশে দাঁড়িয়ে করা যাবে না শৌচ-কর্ম। শুক্রবার ময়নাগুড়ি নতুন বাজার ঘুরে ব্যবসায়ীদের একথাই বললেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ললিতা রায়। ময়নাগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে আবর্জনা জমে অলিখিত ডাম্পিং গ্রাউন্ড গড়ে উঠেছিল। দুর্গন্ধ অতিষ্ট হয়ে পড়েছিল পথ চলতি মানুষজন ,স্কুলের ছাত্র-ছাত্রী, বাজারে আসা ক্রেতারা। দুর্গন্ধ ও নোংরা কারণে ক্ষিপ্ত হয়ে উঠেছিল এলাকার বাসিন্দারা।