বনগাঁ: বনগাঁ ইছামতি নদীতে নৌকা বিহার পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের , কচুরিপানা পরিষ্কার করে নদী পরিষ্কার রাখার জন্যে প্রচার
বনগাঁ ইছামতি নদীতে নৌকা বিহার পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের , কচুরিপানা পরিষ্কার করে নদী পরিষ্কার রাখার জন্যে নদীবক্ষে প্রচার করা হল । উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সোমবার দুপুর তিনটে নাগাদ বনগাঁ থানার ঘাট থেকে আপনজন মাঠ পর্যন্ত নৌকা বিহার করে বনগাঁ পৌরসভার নদীর পার্শ্ববর্তী সাধারণ মানুষকে সচেতন করেন । আগামীতে এই নদীতে পার্শ্ববর্তী কোন বাসিন্দা যেন নোংরা আবর্জনা না ফেলে সেই প্রচার করা হয় ।