পটাশপুর ২: ১১৬ বি জাতীয় সড়কে তেলিপুকুরে একটি লরির সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষ, মৃত্যু ১ আহত ৩, ঘটনাস্থলে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা আনন্দ কুমার ১১৬ টি জাতীয় সড়কের মারিজদা থানার অন্তর্গত তেলিপুকুর এলাকায় একটি কন্টেনার লরির সঙ্গে বাইকে ভয়ংকর সংঘর্ষ হয় এই সংঘর্ষে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায় দোকানে খেতে আসা দোকানদার সহ তিনজন ব্যক্তি মারাত্মকভাবে জখম হয়মৃত্যু হয় বাইকআরোহীর নাম সুকান্ত মন্ডল | ঘটনাস্থপুলিশ এসে প্রত্যেককে উদ্ধার করে কাথি মহকুমা হসপিটালে পাঠিয়েছে।