তমলুক: BDO অফিসে বসে তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিং করার অভিযোগে পাঁশকুড়ার বিডিও নিকট ডেপুটেশন দিল BJP
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিডিও অফিসে মিটিং হলে গতকাল তৃণমূলের নেতা-নেত্রীদের নিয়ে অভিষেক ব্যানার্জির একটি ভার্চুয়ালি মিটিং করা হয় বলে অভিযোগ এর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন দেওয়া হয়। এই দলীয় মিটিং বিডি অফিসে করা নিয়ে তৃণমূল কংগ্রেসের পাসওয়ার্ড ব্লক আইএনটি টু সি সভাপতি মুফলেস্বর দত্ত বলেন এই বিষয়টা আমার জানা নেই যদি হয়ে থাকে তবে আমি তাকে সমর্থন করি না।