ইসলামপুর: ইসলামপুরে মেগা রক্তদান শিবির
বুধবার বেলা বারোটার সময় ইসলামপুরে মেগা রক্তদান শিবির অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ও ভারতীয় রেডক্রস সোসাইটির ইসলামপুর শাখার সহযোগিতায় বুধবার একটি মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইসলামপুর জৈন ভবনে। শিবিরে উপস্থিত ছিলেন পুরপ্রধান কানাইয়াল আগরওয়াল, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদি হেদায়েতুল্লা, ফিটো সভাপতি কানাইয়ালাল বোথরা, রেডক্রস সম্পাদক জব্বার আলি, তেরাপন্