পুরাতন মালদা: বাংলার শ্রমিকদের অঙ্গীকার, ২০২৬-এ দিদির সরকার--এমনটাই স্লোগান তুলে সাহাপুরে আয়োজিত INTTUC - র সভা
বাংলার শ্রমিকদের অঙ্গীকার, ২০২৬-এ দিদির সরকার--এমনটাই স্লোগান তুলে ধরে আইএনটিটিইউসির পুরাতন মালদা শহর ও গ্রামীণ সাংগঠনিক আলোচনা ও কর্মীসভা হয়ে গেল সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে। এদিন রবিবার বিকেল তিনটে নাগাদ সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতি ভূষণ ঘোষ, পুরাতন মালদা শহর আইএনটিটিইউসির সভাপতি শ্যাম মন্ডল সহ আরও অনেকেই। তারা সকলে মিলে পু