খানাকুল ১: সাংসদের পর এবার নেতাজি স্কোয়ারে একই বিধানসভার জন্য ওয়ার রুমের উদ্বোধন করলেন তৃণমূল জেলা সভাপতি
আরামবাগে আবারও নতুন করে উদ্বোধন হল ওয়ার রুমের।SIR'র এনুমারেশন ফর্ম ফিলাপের সহযোগিতায় আরামবাগের নেতাজি স্কোয়ারে রবিবার ওয়ার রুমের উদ্বোধন করা হয় আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।কয়েকদিন আগেই আরামবাগ বিধানসভার জন্য ব্লকপাড়া কার্যলয়ে ওয়ার রুমের উদ্বোধন করেছিলেন সাংসদ।আজ সেই একই বিধানসভার জন্য নেতাজি স্কোয়ারে ওয়ার রুম উদ্বোধন করলেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি।যদিও চাহিদা বাড়ায় কারণে এই উদ্যোগ বলে দাবি জেলা সভাপতির।