বারাসাত ১: দত্তপুকুরের 'মিলখা সিং'-এর জাতীয় সাফল্য: জুনিয়র জিমন্যাস্টিক্সে ১টি সিলভার, ৩টি ব্রোঞ্জ জয় বীরেন্দ্র পাত্রের
দত্তপুকুরের 'মিলখা সিং'-এর জাতীয় সাফল্য: জুনিয়র জিমন্যাস্টিক্সে ১টি সিলভার, ৩টি ব্রোঞ্জ জয় বীরেন্দ্র পাত্রের উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালাচাঁদপাড়ার বাসিন্দা, ছোট্ট বালক বীরেন্দ্র পাত্র— যিনি এলাকায় 'মিলখা সিং' নামেই পরিচিত— জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য এনেছেন। চলতি মাসের ৬ থে ৯ তারিখ পর্যন্ত উত্তরপ্রদেশে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৯টি রাজ্যের খেলোয়াড়দের পেছনে ফেলে বীরেন্