পুলিশের গাড়ির ধাক্কায় ধ্বংস স্টল, অল্পের জন্য রক্ষা পেলেন আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা ঘটনা ধর্মনগর বার লাইব্রেরির সামনে। বহিঃ রাজ্যের এক রাস্তার পাশে আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পুলিশের একটি বোলেরো গাড়ির ধাক্কা থেকে। উকিলরা স্পষ্ট জানিয়ে দেন—“থানায় নিয়ে গিয়ে টাকা দিলে চলবে না, ঘটনাস্থলেই ওই দরিদ্র বিক্রেতাকে ক্ষতিপূরণ দিতে হবে।”দুর্ঘটনার পর স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—এতটাই অনফিট চালক পুলিশের গাড়ি নিয়ে রাস্তায় চলবে কীভাবে