চাঁচল ২: কাটমানি না দেওয়ায় উধাও নাম! বাংলার বাড়ি প্রকল্পে চাঁচলে দুর্নীতির ঝড় — ব্লক প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠল গ্রামবাসী
কাটমানি না দেওয়ায় নাম ছাঁটাই!বাংলার বাড়ি প্রকল্পের সুপার চেকিং এর পর তালিকা থেকে নাম বাদ পড়ল একাধিক উপভোক্তার। ব্লক প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা। দীর্ঘক্ষণ ধরে চললে বিক্ষোভ। মালদার চাঁচল ১ ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামের ঘটনা। প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপিও। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতির।