কোচবিহার ১: রাস মেলার পরেই চালু হতে চলেছে টক টু চেয়ারম্যান
রাস মেলার পরেই কোচবিহার পৌরসভা চালু করতে চলেছে কমপ্লেন বক্স ও টক টু চেয়ারম্যান পরিষেবা। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করে জানালেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। মূলত মানুষের অনেক অভাব অভিযোগ থাকে সেই অভাব অভিযোগ দূর করতে ও মানুষের কাছাকাছি পৌঁছাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।