কুমারগ্রাম: ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চলে নতুন সভাপতির নাম ঘোষণা হতেই তৃণমূলে দ্বন্দ্ব, পদত্যাগের ঘোষণা অঞ্চল চেয়ারম্যান সহ অন্যদের
মঙ্গলবার আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষণা হয়েছে। ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চলে অঞ্চল সভাপতি পদে কৌশিক দাস ও চেয়ারম্যান পদে জয়শঙ্কর দাসকে দায়িত্ব দিয়েছে দল। এর আগে জয়শঙ্কর দাস ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি পদে ছিলেন। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ায় তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এল। বুধবার বারবিশায় সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন জয়শঙ্কর দাস।