রতুয়া ২: মির্জাতপুর এলাকায় মহিলা সংঘের পরিচালিত ফুট প্রোজেক্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো
Ratua 2, Maldah | Nov 12, 2025 রতুয়া ২ ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাতপুর এলাকায় মহিলা সংঘ সমিতির ফুড প্রোজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন রতুয়া দুই ব্লক বিডিও শেখর শেরপা বিধায়ক সমর মুখার্জি সহ ব্লক প্রশাসন অন্যান্য আধিকারিকরা।পরানপুর মহিলা সংঘ সমিতি দ্বারা পরিচালিত এই ফুড প্রজেক্ট চলবে। মহিলাদের সঙ্গের যে সমবায় সমিতি রয়েছে তার মাধ্যমে মানুষ খুব কম খরচে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবে।