ধূপগুড়ি: ওদলাবাড়িতে দাড়িয়ে থাকা একটি টোটো গাড়িকে ধাক্কা মারল একটি যাত্রীবাহি বাস,এঘটনায় আহত হল টোটো গাড়ির এক যাত্রী
ওদলাবাড়িতে দাড়িয়ে থাকা একটি টোটো গাড়িকে ধাক্কা মারল একটি যাত্রীবাহি বাস।এঘটনায় আহত হল টোটো গাড়ির এক যাত্রী। আহত ঐ যাত্রীকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে মালসুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে এদিন দুইজন যাত্রী নিয়ে ওদলাবাড়ি বাসস্ট্যান্ডে দাড়িয়ে অনান্য আরো যাত্রীর জন্য অপেক্ষা করছিল। সেই সময় মালবাজার থেকে শিলিগুড়ি গামী একটি যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা টোটোকে ধাক্কা মেরে দেয়।