বিনপুর ২: ধরতি আবা ,স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মজয়ন্তী স্মরণে বেলপাহাড়ীতে জয় জোহার মেলার উদ্বোধন, উপস্থিত BDO
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধরতি আবা , স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মজয়ন্তী স্মরণে ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে বিনপুর 2 ব্লক অফিস প্রাঙ্গনে বিনপুর 2 ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় জয় জোহার মেলার শুভ উদ্বোধন হল শুক্রবার। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত হয় একাধিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিনপুর 2 ব্লকের বিডিও সুমন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার, বিশিষ্ট সমাজসেবী রাজীব মুর্মু।