বাঘমুণ্ডী: বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্প আয়োজিত হলো অযোধ্যা হিলটপে
বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্প আয়োজিত হলো অযোধ্যা হিলটপে, চৌধুরী গ্ৰুপ'স চ্যারেটিবেল ট্রাস্টের উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের একটি বেসরকারি লজে এবং বামনী প্রাইমারি স্কুল চত্বরে পৃথকভাবে সোমবার ও মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত বিনামূল্যে হেল্থ চেক আপ ক্যাম্প আয়োজিত হলো। এই ক্যাম্পে সুগার, পেসার, ব্যথা বেদনা সহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হয়। ওষুধপত্র দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। সাথেই কেক