ফলতা: ত্রিদিব নস্করের মাতৃ বিয়োগের শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হন ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর খান
আজ অর্থাৎ সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ ফলতা বিধানসভার বেলসিংহা-১ অঞ্চলের প্রধান ত্রিদিব নস্করে মাতৃ বিয়োগে সকল স্তব্ধ এলাকা। ত্রিদিব নস্করের বাড়িতে পৌঁছান দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ তথা ফলতা বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর খান। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর খান