নলহাটি ১: পাইকপাড়া গ্রামে চলছে SIR প্রক্রিয়া, গ্রামের বিভিন্ন পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন BLO সঙ্গে রয়েছেন BLA
পাইকপাড়া গ্রামে চলছে SIR প্রক্রিয়া, গ্রামের বিভিন্ন পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন BLO রা।সঙ্গে রয়েছে BLA - রা। আজ বুধবার বেলা ১২টা নাগাদ সেই চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১ ব্লকের পাইকপাড়া গ্রামের কামারপাড়ায়। গতকাল থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু হয়েছে গতকাল বিকেল থেকেই । আজ পাইকপাড়া গ্রামের কামারপাড়া দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে SIR ফর্ম।