ইংরেজবাজার: বাড়ি যেন আস্ত সংগ্রহশালা,দেশ-বিদেশের বিভিন্ন মুদ্রা রয়েছে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এক ছাত্র অম্লান চক্রবর্তীর বাড়িতে
বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা! সেই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা সহ বহু দুর্লভ, দুষ্প্রাপ্য সামগ্রীর ভান্ডার। এমনই নানান দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের নেশায় বিভোর হয়ে রয়েছেন মালদার ছেলে অম্লান চক্রবর্তী।তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। তিনি বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বর্তমানে চেন্নাইয়ে গবেষণা করছেন মাইক্রো বায়োলজির উপর।