ময়না: SIR এর 100% কাজ সম্পন্ন করায় স্বীকৃতি স্বরূপ 5 জন BLO কে স্মারক প্রদান করলেন ময়নার BDO
SIR কাজে ময়না যেসব BLO সবচেয়ে ভালো কাজ করছেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ BDO অফিসে স্মারক প্রদান করা হয় যাতে তারা আরো ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারেন পাশাপাশি অন্যান্য BLO রা যাতে অনুপ্রাণিত হয়, ইতিমধ্যে ময়নাতে পাঁচ জন BLO প্রায় ১০০% কাজ সম্পন্ন করেছেন, তাদের হাতে প্রশংসা সূচক স্মারক সম্মান তুলে দেন ময়না BDO জগন্নাথ বিশ্বাস ইতিমধ্যে ময়না ব্লকের প্রায় ৯০ শতাংশের উর্ধ্বে SIR কাজ সম্পন্ন হয়েছে বলে জানান BDO |