চাঁচল ২: বিজেপিকে কাদা-জুতো মারার হুঁশিয়ারি, বিস্ফোরক মন্তব্য আব্দুর রহিম বক্সির
SIR চলাকালীন বেলাগাম জেলা তৃণমুল সভাপতি। বিজেপির মুখে জুতো ও কাদা ছুড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। মালদার সামসীতে তৃণমূলের BLA-2 কর্মীদের সভায় বিস্ফোরক আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, আমার বিধানসভা এলাকায় কোনো রোহিঙ্গা বা বাংলাদেশী নেই। ভোটার তালিকায় একশো নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুড়ে মারব। এমনকি মুখে কাদা মাখাব। এসআইআর প্রাক্কালে বিজেপি তীব্র আক্রমণ শানালেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক