ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কান্ড বাধলো হাসপাতাল চত্বরে
ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কান্ড বাধলো হাসপাতাল চত্বরে। রোগীর পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা না হওয়ার কারনে মৃত্যু হয়েছে রোগীর। পাশের রাজ্য ঝাড়খন্ডের চাকুলিয়া এলাকার মোটাবাঁধা গ্রামের বাসিন্দা ভারতী পাতর নামে এক নাবালিকাকে পেটে ব্যথা নিয়ে তার পরিবার ঝাড়খন্ডের চাকুলিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে।